কোচবিহার, 9 এপ্রিল : গত বিধানসভা নির্বাচনের পর থেকে কোচবিহারে বিজেপির সংগঠন অনেকটাই তলানিতে । সেই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে ব্যাপক রদবদল করা হল জেলা বিজেপিতে (BJP reshuffle to strengthen the organisation in Cooch Behar) । বিজেপির নতুন মণ্ডল কমিটিতে 42 জনের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তার মধ্যে 32 জনই নতুন মুখ । অধিকাংশ পুরনো মণ্ডল সভাপতিদের সরিয়ে দেওয়ায় জেলা বিজেপির কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে ।
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপি ভাল ফল করে । কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হন । এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে বিজেপি প্রার্থীরা জয়ী হন। পরবর্তীতে নিশীথ প্রামাণিক বিধায়ক পদে শপথ না নিয়ে সাংসদ পদ রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন । ফলে দিনহাটায় নতুন করে উপনির্বাচন হয় এবং তৃণমূলের উদয়ন গুহ জয়ী হন ।
বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার বিজেপির ফল ভাল হলেও রাজ্য তৃণমূল ক্ষমতায় চলে আসায় তার প্রভাব পড়ে বিজেপির সংগঠনে । নিচুতলার কর্মীদের ভয় ও সন্ত্রাস দেখিয়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে । দলের একটা বড় অংশ হয় তৃণমূলে চলে যায় নতুবা বসে থাকে । জেলার মণ্ডল সভাপতিদের একটা বড় অংশ নিস্ক্রিয় হয়ে যায় । এই পরিস্থিতিতে প্রথমে বিজেপির জেলা সভাপতি পদে রদবদল করা হয় । তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভাকে সরিয়ে সেখানে নিয়ে আসা হয় কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়কে ।