পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় BJP থেকে ফের তৃণমূলে 8 পঞ্চায়েত সদস্য - কোচবিহারে বিজেপিতে ভাঙন

দলের জেলা সভাপতির হাত ধরে ফের তৃণমূলে যোগ দিলেন মাথাভাঙার আট পঞ্চায়েত সদস্য ৷

tmc join
BJP থেকে তৃণমূলে যোগ

By

Published : Jun 12, 2020, 5:01 AM IST

কোচবিহার, 12 জুন : BJP ছেড়ে তৃণমূলে ফিরলেন আট পঞ্চায়েত সদস্য । গতকাল কোচবিহারের মাথাভাঙার দু'নম্বর ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই আট সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ ।

মাথাভাঙার ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোট সদস্য 19 । লোকসভা নির্বাচনের পর আটজন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগ দেন । আর গতকাল তাঁরা তৃণমূলে ফিরে আসেন ৷

বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, “লোকসভা নির্বাচনের পর BJP ওই এলাকায় সন্ত্রাস চালায় ৷ সেই সময় ওই পঞ্চায়েত সদস্যরা তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছিলেন । এবার তাঁরা ফের তৃণমূলে যোগ দিলেন ৷ ”

এদিকে কোরানা সংক্রমণের মাঝে জমায়েত করায় অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ তার উপর সামাজিক দূরত্বও মানা হয়নি ৷ এদিকে এই বিষয়ে BJP-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details