পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে BJP অফিসে ভাঙচুর, কর্মীদের মারধর - Bjp attack

লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । গতকাল রাত এগারোটা নাগাদ একটি গাড়িতে চেপে কয়েকজন ব্যক্তি বলরামপুর এলাকায় নামে । স্থানীয় BJP কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে মারধর করা হয় ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ । এরপর BJP পার্টি অফিসের সামনে বোমাবাজি করে পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

ছবি

By

Published : Oct 13, 2019, 3:34 PM IST

কোচবিহার, 13 অক্টোবর : BJP পার্টি অফিসে হামলা চালিয়ে কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোচবিহারের বলরামপুরের ঘটনা । ঘটনায় আহত হয়ে দুই BJP কর্মী কোচবিহার মেডিকেলে ভরতি । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে জেলার বিভিন্ন প্রান্তে । মাঝখানে দুর্গাপূজার কারণে কিছুদিন অশান্তি বন্ধ থাকলেও পুজো শেষ হতেই আবার নতুন করে অশান্তি শুরু হয় । গত দু'দিন ধরে বলরামপুরে এলাকা দখলকে কেন্দ্র করে রাতের বেলায় বোমাবাজির ঘটনা ঘটছিল । এরপর গতকাল রাত এগারোটা নাগাদ একটি গাড়িতে চেপে কয়েকজন ব্যক্তি বলরামপুর এলাকায় নামে । স্থানীয় BJP কর্মীরা তাদের পরিচয় জানতে চাইলে মারধর করা হয় ৷ শূন্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় বলে অভিযোগ । এরপর BJP পার্টি অফিসের সামনে বোমাবাজি করে পার্টি অফিস ভাঙচুর করে দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

এরপর আহতদের উদ্ধার করে কোচবিহার মেডিকেলে নিয়ে যাওয়া হয় । ঘটনার খবর জানাজানি হতেই আজ সকাল থেকে বলরামপুর বাজার এলাকায় বনধের ডাক দেয় BJP । পথ অবরোধ শুরু করে । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । BJP-র কোচবিহার জেলা সহসভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলার ঘটনা ঘটিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details