কোচবিহার, 10 ডিসেম্বর : কোচবিহার বিমানবন্দর যাতে চালু থাকে সেই আবেদন জানিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে চিঠি পাঠালেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। 6 ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর কাছে চিঠি পাঠান এবং এই বিমানবন্দরটি যাতে চালু থাকে সেই বিষয়ে আর্জি জানান।
কোচবিহার শহরের বাবুরহাট এলাকায় রাজ আমল থেকেই কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু ছিল। পরে বাম আমলে বিভিন্ন সমস্যার কারণে সেই পরিষেবা অনিয়মিত হয়ে পড়ে। এরপর 1995 সালে কোচবিহার বিমানবন্দর থেকে পাকাপাকি বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার পদক্ষেপ করা হলেও তা চালু হয়নি । 2011 সালের পর একাধিকবার বিমান পরিষেবা চালু হয় । কিন্তু বিভিন্ন কারণে তা বন্ধ হয়ে যায়। বছর দেড়েক আগে সাংসদ হওয়ার পর নিশীথ প্রামানিক কোচবিহার বিমানবন্দরে বিমান নিয়ে এসে পরিষেবা চালু করার জন্য উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সেসময় রাজ্যের সঙ্গে টানাপোড়েনের কারণে সেই বিমানবন্দর চালু হয়নি । এরই মধ্যে এক বছর পেরিয়ে গেছে। কিন্তু কোচবিহারে বিমান পরিষেবা চালু হয়নি।