কোচবিহার, 10 ফেব্রুয়ারি: শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা করার কথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee meeting in Mathabhanga) । তার আগে নাম না-করে অভিষেকের এই সভা নিয়ে সমাজিক মাধ্যমে তীব্র কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক সুশীল বর্মন ৷ পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভায় যাতে কেউ না-যান সেই অনুরোধও করেছেন মাথাভাঙার এই বিধায়ক (BJP MLA Sushil Barman) ৷
সোশাল মিডিয়ায় তাঁর ভিডিয়ো বার্তায় যদিও অভিষেকের নাম সরাসরি করেননি এই বিজেপি বিধায়ক ৷ তিনি বলেন, "এক কয়লা ভাইপো উত্তরবঙ্গের মাথাভাঙ্গায় গিয়ে জনসভা করবেন ৷ মাথাভাঙ্গায় জনসভা করার অধিকার কয়লা ভাইপোর নেই । কয়লা ভাইপো বলেছেন, উত্তরবঙ্গ বলে কোনও কিছুই নেই । উত্তরবঙ্গের নাম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে । উত্তরবঙ্গের মাটিকে সে চেনে না। উত্তরবঙ্গ আমাদের প্রাণ, আমাদের মাতৃভূমি । সেই মাটিকে অপমান করছ, ধুলোর সাথে মিশিয়ে দিতে চায় কয়লা ভাইপো ।"
অভিষেকের সভায় কেউ যাতে না যান, সেই যাওয়ার বার্তাও দিয়েছেন সুশীল বর্মন ৷ বলেছেন, "ওর জনসভায় একজন মানুষও যাবেন না ৷ উনি আমাদের অপমান করেছেন ।" তৃণমূল কংগ্রেসকে তিনি 'টাকা মারা কোম্পানি' বলেও উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, উত্তরবঙ্গের সম্পত্তি, স্বাস্থ্য, শিল্প-কলকারখানা সব চুরি করেছে টিএমসি ৷ উত্তরবঙ্গের মানুষের চাকরির চুরি করেছে ৷ খেয়েছে 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা, গ্রামের ছোট ছোট রাস্তার কাজের টাকা ৷