পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুঘুমারিতে বিজেপি বিধায়ককে হুমকি, গালিগালাজ - বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে

একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির নিখিলরঞ্জন দে ।

bjp mla of cooch behar dakshin nikhil ranjan dey threatens & abused by tmc
bjp mla of cooch behar dakshin nikhil ranjan dey threatens & abused by tmc

By

Published : May 23, 2021, 3:25 PM IST

কোচবিহার, 23 মে : বিজেপি বিধায়ককে হুমকি, গালিগালাজের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার সকালে কোচবিহার শহর সংলগ্ন ঘুঘুমারি বাজার এলাকায় এই ঘটনা ঘটে ৷ যদিও বিধায়ক নিখিলরঞ্জন দের নিরাপত্তারক্ষীরা তাঁকে নিরাপদে বের করে নিয়ে আসে ।

বিধায়ক জানিয়েছেন, আজ সকালে ঘুঘুমারি বাজার এলাকায় স্থানীয় বিজেপি কর্মীদের নিয়ে বাজার স্যানিটাইজ করছিলেন তিনি ৷ অভিযোগ, সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে হুমকি দেয় ৷ গালিগালাজও করে ৷ যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূলের কোচবিহার জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, এই অভিযোগ ভিত্তিহীন ।

আরও পড়ুন : আকাশপথে নজরদারি উপকূলরক্ষী বাহিনীর, ফেরানো হচ্ছে মৎস্যজীবীদের

একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন বিজেপির নিখিলরঞ্জন দে । বিজেপি এখানে জিতলেও তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় আসায় এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের দাপটে কমেনি । রবিবার সকালে বিজেপির বিধায়ক নিখিল রঞ্জন দে-কে উদ্দেশ্য করে গালিগালাজ করে তৃণমূল কর্মীরা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কোতোয়ালি থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details