কোচবিহার, 20 ফেব্রুয়ারি : বিজেপি বিধায়ক মালতি রাভাকে হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ৷ তার পরিপ্রেক্ষিতে শাসকদলের এই নেতার বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল পদ্মশিবির । শনিবার রাত 10.30 নাগাদ বিজেপির এক প্রতিনিধি দল কোতোয়ালি থানায় গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক তথা কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ জানান (BJP file complaint against Udayan Guha) ।
অভিযোগকারীরা বলেন, ‘‘বেশ কিছুদিন ধরেই তৃণমূল বিধায়ক উদয়ন গুহ উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন । যার ফলে পৌরসভা নির্বাচনের আগে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে । গত শুক্রবারও পৌরসভার নির্বাচনী প্রচারে তৃণমূল বিধায়ক তুফানগঞ্জে হুমকি দিয়েছেন ৷’’ প্রসঙ্গত, ভোটপ্রচারে গিয়ে দিনহাটার বিধায়ক বলেন, ‘‘পৃথক কোচবিহার রাজ্যের কেউ দাবি করলে তাঁর পা ভেঙে দেওয়া হবে ।’’ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নাম না করে তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভার উদ্দেশ্যেই তাঁর এই হুমকি ।