পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Complaint against Udayan : ‘উস্কানিমূলক মন্তব্য’, উদয়নের বিরুদ্ধে থানায় নালিশ বিজেপির - Complaint against Udayan

‘‘পৃথক কোচবিহার রাজ্যের কেউ দাবি করলে তাঁর পা ভেঙে দেওয়া হবে’’- উদয়নের এই মন্তব্যের পরেই উত্তপ্ত কোচবিহারের রাজনীতি (BJP file complaint against Udayan Guha) ৷

Udayan Guha News
উদয়ন গুহর বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল পদ্মশিবির

By

Published : Feb 20, 2022, 11:29 AM IST

কোচবিহার, 20 ফেব্রুয়ারি : বিজেপি বিধায়ক মালতি রাভাকে হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ৷ তার পরিপ্রেক্ষিতে শাসকদলের এই নেতার বিরুদ্ধে কোচবিহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করল পদ্মশিবির । শনিবার রাত 10.30 নাগাদ বিজেপির এক প্রতিনিধি দল কোতোয়ালি থানায় গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক তথা কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান উদয়ন গুহের বিরুদ্ধে অভিযোগ জানান (BJP file complaint against Udayan Guha) ।

অভিযোগকারীরা বলেন, ‘‘বেশ কিছুদিন ধরেই তৃণমূল বিধায়ক উদয়ন গুহ উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন । যার ফলে পৌরসভা নির্বাচনের আগে এলাকায় উত্তেজনা ছড়াচ্ছে । গত শুক্রবারও পৌরসভার নির্বাচনী প্রচারে তৃণমূল বিধায়ক তুফানগঞ্জে হুমকি দিয়েছেন ৷’’ প্রসঙ্গত, ভোটপ্রচারে গিয়ে দিনহাটার বিধায়ক বলেন, ‘‘পৃথক কোচবিহার রাজ্যের কেউ দাবি করলে তাঁর পা ভেঙে দেওয়া হবে ।’’ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নাম না করে তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভার উদ্দেশ্যেই তাঁর এই হুমকি ।

স্থানীয় সূত্রে খবর, এরপরেই শনিবার রাতে তুফানগঞ্জে বিজেপির পৌরসভা নির্বাচনে 7 নং ওয়ার্ডের প্রার্থী ললিতা বর্মণের বাড়িতে বিধায়ক মালতি রাভা গেলে তাঁর বাড়ির গেটে ধাক্কাধাক্কি ও গালিগালাজ করে একদল তৃণমূল আশ্রিত দুস্কৃতী । এর আগেও এই ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন উদয়ন। ‘দুয়ারে প্রহার’ মন্তব্যের পরও তাঁর নামে মামলা দায়ের হয়েছিল ৷

আরও পড়ুন : সারের দোকানে উদয়নের অভিযান ঘিরে বিতর্ক দিনহাটায়

যদিও যাঁকে নিয়ে এত বিতর্ক, সেই উদয়ন কার্যত নির্বিকার ৷ বললেন, ‘‘কেউ অভিযোগ করতেই পারে । এ নিয়ে আমার বলার কিছু নেই ।’’

ABOUT THE AUTHOR

...view details