কোচবিহার, 4 মে : শিলিগুড়ির শাহী-সভায় আমন্ত্রণ জানাতেই কি গ্রেটার মহারাজ অনন্ত রায়ের বাড়িতে মঙ্গলবার রাতে হাজির হলেন জেলা বিজেপির নেতারা ? এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু না বলতে চায়নি গেরুয়া শিবির ৷ তবে মনে করা হচ্ছে, 5 মে অমিত শাহ (Amit Shah)-এর শিলিগুড়ির সভায় আমন্ত্রণ জানাতেই বিজেপি নেতারা হাজির হয়েছিলেন গ্রেটার কোচবিহার পিপল্স অ্যাসোসিয়েশনের নেতা অনন্ত রায়ের বাড়িতে (BJP Leaders Meet With Ananta Roy Ahead of Amit Shah's State Visit) ৷ তবে, বিজেপির কোচবিহার জেলার সভাপতি সুকুমার রায়ের দাবি, সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন ৷
বিজেপির সঙ্গে গ্রেটার মহারাজ অনন্ত রায় (Ananta Roy)-এর সুসম্পর্ক দীর্ঘদিনের । এর আগেও বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনন্ত মহারাজের অসমের বঙ্গাইগাঁও-এর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছিলেন ৷ কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাতেও হাজির ছিলেন গ্রেটার সুপ্রিমো ৷ ফলস্বরূপ গ্রেটারের একটা বড় অংশের ভোট বিজেপির দিকে গিয়েছিল ৷ আর এটা বুঝতে পেরেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ শুরু করে তৃণমূল ৷