কোচবিহার, 1 জুলাই:আগামী 8 জুলাই রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ৷ তার আগে রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের বিভিন্ন এলাকা ৷ শনিবার কোচবিহারে গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও ৷ এরই মাঝে শীতলকুচির গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের ছোট পিঞ্জারীরঝাড় এলাকা থেকে সকেট বোমা-সহ গ্রেফতার করা হল বিজেপি নেতাকে ৷ গ্রেফতার করা হয়েছে তার এক সঙ্গীকেও ৷
ধৃত বিজেপি নেতার নাম অভিজিৎ রায় ৷ তার সঙ্গীর নাম বাপি বর্মন ৷ শনিবার এই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে শীতলকুচি থানার পুলিশ । শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিজিৎ রায়ের বাড়িতে তল্লাশি চালায় শিতলকুচি থানার পুলিশ । ওই বিজেপি নেতার বাড়ি থেকে থেকে তিনটি সকেট বোমা উদ্ধার করা হয়েছে । এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
এই বিষয়ে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন জানিয়েছেন, সামনের নির্বাচন তৃণমূল কংগ্রেস গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতে হারবে, এই ভয় থেকেই চক্রান্ত করে অভিজিৎ রায়কে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ওরা । তাঁর দাবি, অভিজিৎ রায় খুব সহজ সরল মানুষ ।