পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভোটে প্রচারের জন্য রাজ্যের মন্ত্রীকে ফোন BJP-র? - undefined

BJP-র হয়ে ভোটে প্রচার করার জন্য ফোন এল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে।

উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Mar 7, 2019, 10:47 PM IST

কোচবিহার, ৭ মার্চ : BJP-র হয়ে ভোটে প্রচার করার জন্য ফোন এল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের কাছে। আজ কোচবিহারের হরিণচওড়া মাঠে তৃণমূলের এক সভায় এই দাবি করলেন খোদ মন্ত্রী। তিনি বলেন, "১ বার নয়, গত দু'দিনে অন্তত ৪ থেকে ৫ বার ফোন এসেছে। তবে প্রার্থী হওয়ার জন্য নয়, BJP-র হয়ে ভোট প্রচার করার জন্য ফোন এসেছিল।"

তিনি বলেন," এভাবে ফোন করে বা মিসডকল দিয়ে কাউকে BJP-তে যোগ দেওয়ানো যাবে না। এবারেও লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করবে।"

জানা গেছে, দলে যোগ দেওয়ার জন্য রাজ্যের একাধিক তৃণমূল নেতা-নেত্রীর কাছে ফোন গেছে BJP নেতাদের কাছ থেকে। সম্প্রতি কোচবিহারে তৃণমূল থেকে বহিষ্কৃত এক যুব নেতা BJP-তে যোগ দেন। পাশাপাশি, কোচবিহারের তৃণমূল সাংসদ পার্থপ্রতিম রায়ও BJP-তে যোগ দিচ্ছেন এমন জল্পনা শোনা যাচ্ছে। যদিও বিষয়টি নিয়ে কোচবিহার জেলা BJP নেতৃত্ব কোন মন্তব্য করতে চায়নি।

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details