পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে হিংসায় মৃত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য বিজেপির - কোচবিহারের খবর

কোচবিহারের সিতাইতে রাজনৈতিক হিংসায় মৃত বিজেপি কর্মীর পরিবারের হাতে 5 লক্ষ টাকা তুলে দিল বঙ্গ বিজেপি ৷

bjp donates rs 5 lakh to the family of died worker at coochbihar
কোচবিহারে হিংসায় মৃত কর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য বিজেপির

By

Published : May 16, 2021, 7:34 PM IST

কোচবিহার, 16 মে: রাজনৈতিক সংঘর্ষে মৃত বিজেপি কর্মী হারাধন রায়ের পরিবারকে 5 লক্ষ টাকার আর্থিক সাহায্য করল বিজেপি । রবিবার দুপুরে বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী তথা বিধায়ক মালতী রাভা-সহ বিজেপির এক প্রতিনিধি দল সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পেটলায় মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য দেন ।

এ ছাড়া ওই এলাকার আরও আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন তিনি । তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা বলেছেন, "আজ এই পরিবারকে কিছুটা সহযোগিতা করা হল ৷ আগামীতেও এই পরিবারগুলোর পাশে বিজেপি নেতৃত্ব থাকবে ।"

আরও পড়ুন:আমাকেও গ্রেফতার করুন, মোদি বিরোধী কোভিড পোস্টারে ধরপাকড়ে তোপ রাহুলের

কোচবিহারে বিজেপি নেত্রী

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরদিনই তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সিতাই বিধানসভা কেন্দ্রের পেটলা । মৃত্যু হয় হারাধন রায় নামে এক বিজেপি কর্মীর । আহত হন কয়েকজন ।

ABOUT THE AUTHOR

...view details