ফালাকাটা, 2 ফেব্রুয়ারি: ফালাকাটায় গিয়ে জনজাতির মন ছোঁয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজবংশী-কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়ার কথা মনে করানোর পাশাপাশি তিনি নাচের তালে পা মেলান আদিবাসীদের সঙ্গে। ঘোষণা করলেন একগুচ্ছ প্রকল্পের।
মঙ্গলবার ফালাকাটায় প্রায় 900জন আদিবাসীর গণবিবাহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা । তাঁর কথায় উঠে এসেছে জনজাতি ও চা শ্রমিকদের উন্নয়নের প্রসঙ্গ। তিনি বলেন, ''রাজ্য সরকার 500 কোটি টাকা বরাদ্দে চা সুন্দরী প্রকল্প করেছে । এই প্রকল্পের আওতায় 3 বছরের মধ্যে ঘর পাবেন গৃহহীনরা।''
তিনি আরও বলেন, ''রাজবংশী-কামতাপুরী ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফালাকাটা-ময়নাগুড়িতে নতুন পৌরসভা হবে। আর স্বাস্থ্যসাথী প্রকল্পে যাঁরা এখনও বায়োমেট্রিক কার্ড পাননি তাঁদের বিকল্প একটি কার্ড দেওয়া হবে । তার মাধ্যমেই তাঁরা 5 লাখ টাকার পরিষেবা পাবেন।''