পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: হাইজ্যাক আতঙ্ক, প্রার্থীদের গোপন ডেরায় রাখল বিজেপি ! - পঞ্চায়েত ভোটে কার্যত যেন তারই উলটপুরাণ

প্রার্থীপদ প্রত্যাহারের জন্য নিয়মিত হুমকি আসছে তৃণমূলের। আর যার জেরে, গোপন ডেরায় প্রার্থীদের নিয়ে রাখছে বিজেপি ৷

Etv Bharat
গোপন ডেরায় প্রার্থীদের নিয়ে রাখছে বিজেপি

By

Published : Jun 19, 2023, 9:07 PM IST

Updated : Jun 20, 2023, 11:17 AM IST

কোচবিহার, 19 জুন: ভোটে ভরাডুবির পরও জাদুবলে সরকার পক্ষের বিধায়কদের সমর্থনেই একাধিক রাজ্যে সরকার গঠন করেছে বিজেপি ৷ সেই নজির দেশে কম নেই ৷ আর তাদের আগ্রাসন থেকে নিজেদের বিধায়কদের বাঁচাতে একসময় বিভিন্ন রাজ্যে নেতাদের গোপন ডেরায় লুকিয়ে রাখার স্ট্রাটেজি নিয়েছিল কংগ্রেস ৷ হালে কর্ণাটকের ভোটেও সেই নজির দেখা দেখা গিয়েছে ৷ রাতারাতি হোটেলে বন্দি করা হয়েছিল জয়ী প্রার্থীদের ৷ বাংলার পঞ্চায়েত ভোটে কার্যত যেন তারই উলটপুরাণ ৷ এখানে তৃণমূলের ভয়ে কাঁটা বিজেপি ৷ আর প্রার্থীদের বাঁচাতে রাখা হল গোপন ডেরায় ৷

মনোনয়ন পেশের পর এবার বিজেপি প্রার্থীদের তা প্রত্যাহারে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন জেলা থেকে। তাই তাদের গোপন ডেরায় এনে রেখেছে দলীয় নেতৃত্ব। কোচবিহারে এক গোপন ডেরায় জেলার বিভিন্ন পঞ্চায়েতের 105 জন প্রার্থীকে রীতিমতো সপরিবারে তুলে আনা হয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল নিয়মিত হুমকি দিচ্ছে। তাই বাধ্য হয়েই তাঁদের লুকিয়ে রাখা হয়েছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, এটা বিজেপির নাটক।

পঞ্চায়েত ভোটের মনোনয়ন শুরু হওয়ার পর থেকেই উত্তেজনা চলছে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে। বিজেপি-সহ বিরোধীদের প্রার্থীপদ প্রত্যাহারের হুমকি দেওয়া হচ্ছিল। পঞ্চায়েতের স্ক্রুটিনি ঘিরে গত শনিবার উত্তপ্ত হয়ে উঠেছিল দিনহাটা-2 ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস সংলগ্ন এলাকা। স্ক্রুটিনিতে অংশ নেওয়া বিজেপির প্রার্থীদের বিডিও অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ ৷ এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ঘটনাস্থলে গেলে ধুন্ধুমার বেঁধে যায়। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে লক্ষ্য করে তির ছোড়া হয় ৷ এরপর বিজেপি প্রার্থীদের গাড়িতে করে কোচবিহারের গোপন ডেরায় নিয়ে আসা হয়েছে বলে দাবি জেলা নেতৃত্বের।

আরও পড়ুন: 'প্রাণঘাতী হামলা হতে পারে', নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নওশাদ

দিনহাটা-2 ব্লকের পাশাপাশি নাটাবাড়ি, কোচবিহার-1, ব্লকের 105 জন প্রার্থী গত চার-পাঁচদিন ধরে সেই ডেরায় রয়েছেন ৷ ঘুঘুমারি এলাকার বিজেপি প্রার্থীর স্বামী মকরেদ মিয়াঁ বলেন, "পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই তৃণমূল হুমকি দিচ্ছে।" আর সেকারণেই স্ত্রী ও ছেলেকে নিয়ে এখানে এসেছেন তিনি। আরও এক প্রার্থী বিনোদিনী রায় বলেন, "নমিনেশন জমা দেওয়ার পর থেকেই তৃণমূল এসে হুমকি দিচ্ছে প্রত্যাহারের জন্য। তাই এখানে চলে এসেছি।" বিজেপির কোচবিহার জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, "পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই বার বার আমাদের প্রার্থীদের হুমকি দেওয়া হচ্ছে। তাই তাদের এখানে এনে রাখা হয়েছে।" যদিও তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, "অভিযোগ ভিত্তিহীন। ওঁরা প্রার্থী দিতে না-পেরে এখন নাটক করছে।"

Last Updated : Jun 20, 2023, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details