পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে : জয়ন্ত

গতকাল নির্বাচনী প্রচারে মেখলিগঞ্জে গেছিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয়ন্ত রায়। প্রচারে তিনি বলেন, "যোগ্যদের বঞ্চিত করে, অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে।"

jayanta roy

By

Published : Mar 29, 2019, 8:50 AM IST

Updated : Mar 29, 2019, 9:55 AM IST

কোচবিহার, ২৯ মার্চ : "যোগ্যদের বঞ্চিত করে, অযোগ্যদের টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে।" গতকাল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জয়ন্ত রায় মেখলিগঞ্জে নির্বাচনী প্রচারে এসে তৃণমূলকে আক্রমণ করলেন। তিনি মেখলিগঞ্জের মানুষকে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেও বলেন।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উল্লেখ্য, কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন সদ্য ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া পরেশচন্দ্র অধিকারী। তাঁর তৃণমূলে যোগ দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যেই মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকার ওয়েটিং লিস্টের প্রথম সারিতে উঠে আসে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ওয়েটিং লিস্টের চাকরিপ্রার্থীদের অভিযোগ, অঙ্কিতার নাম সেই মেধাতালিকায় ছিলই না। মাস কয়েক আগেই অঙ্কিতা অধিকারী বাড়ির কাছে একটি স্কুলে যোগ দিয়েছেন। এই নিয়ে আগেই বিতর্ক শুরু হয়েছে।

প্রচারে এসে BJP প্রার্থী বলেন, "মানুষের যে উৎসাহ ও উদ্দীপনা দেখছি তাতে ১০০ শতাংশ নিশ্চিত যে, আমরা জিতছি। এবং আমরা অনেক বেশি মার্জিনে জিতব। "

Last Updated : Mar 29, 2019, 9:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details