পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘুঘুমারিতে তৃণমূল নেত্রীর উপর হামলা, বোমাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে - TMC-BJP

কোচবিহারের ঘুঘুমারিতে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রীর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে এদিন সকালে ৷ হামলায় নেত্রী-সহ আরও তিনজন কর্মী আক্রান্ত হয়েছেন ৷ পাশাপাশি এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে বিজেপির বিরুদ্ধে ৷ তবে সমস্ত অভিযোগই অস্বীকার করেছে গেরুয়া শিবির ৷

কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল
কোচবিহারে ফের আক্রান্ত তৃণমূল

By

Published : Jul 22, 2021, 1:20 PM IST

কোচবিহার, 22 জুলাই : ফের আক্রান্ত তৃণমূল ৷ বিজেপির হাতে মার খেয়ে মাথা ফাটল শাসকদলের নেত্রীর ৷ কোচবিহার জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী শুচিস্মিতা দত্তশর্মার ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । তিনি ছাড়াও আরও তিনজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছেন ৷ গুরুতর জখম অবস্থায় শুচিস্মিতা বর্তমানে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে (Maharaja Jitrndra Narayan Medical College & Hospital) চিকিৎসাধীন । বাকি তিন তৃণমূল কর্মীরও সেখানে চিকিৎসা চলছে ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামে ৷ অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি ।

গতকাল গোটা রাজ্যের মতো কোচবিহারের বিভিন্ন জায়গায় পালিত হয়েছে শহিদ দিবস ৷ সেই মতো ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পানিগ্রামেও ছিল একুশের অনুষ্ঠান ৷ তৃণমূলের তরফে অভিযোগ, সভা শেষের পর বুধবার রাতে বিজেপির লোকজন পানিগ্রামে তৃণমূলের যে সমস্ত ফ্ল্যাগ, ফেস্টুন লাগানো ছিল সেসব ছিড়ে দেয় ৷ এলাকায় বোমাবাজিও চলে ৷ কর্মীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে ৷ সকালে ঘটনাটি চোখে পড়ার পরই স্থানীয় কয়েকজন কর্মীকে নিয়ে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী শুচিস্মিতা দত্তশর্মা পানিগ্রামে যান ৷ সেখানে যাওয়া মাত্রই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ৷ ঘটনায় নেত্রী-সহ আরও তিনজন তৃণমূল কর্মী জখম হয়েছেন । তাঁদের কোচবিহার এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

পুলিশে অভিযোগ জানানোর কথা জানালেন জেলা তৃণমূল মহিলা কংগ্রেস সভানেত্রী ৷

শুচিস্মিতা বলেন, "ঘটনাস্থল থেকে আমার বাড়ি 1 কিলোমিটার দূরে ৷ রাতেই আমি বোমাবাজির শব্দ পেয়েছি ৷ সকালে কয়েকজন কর্মী নিয়ে এলাকায় গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায় ।"

সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছে বিজেপি । বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "ভিত্তিহীন অভিযোগ । তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলে ঘটনাটি ঘটেছে । বিজেপির কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত নয় ৷ "

আরও পড়ুন : বাড়ি ফিরে আক্রান্ত 2 বিজেপি কর্মী, অভিযোগ তৃণমূলের দিকে

ABOUT THE AUTHOR

...view details