কোচবিহার, 8 জুলাই:কোচবিহারে গুলি করে খুন করা হল বিজেপির পোলিং এজেন্টকে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে ৷
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই রক্ত ঝরছে বাংলায় । চারিদিকে হিংসার ঘটনা সামনে এসেছে । শনিবার পঞ্চায়েত নির্বাচন শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা । এ বার তাতে নাম জুড়ল কোচবিহারেরও ৷ সেখানকার এক বিজেপির পোলিং এজেন্টকে গুলি করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ কোচবিহারের দক্ষিণ বিধানসভা ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটেরহাট 4/38 নম্বর বুথে বোমাবাজিরও অভিযোগ উঠেছে । মহাদেব বিশ্বাস নামে বিজেপির এক এজেন্টকে খুনের অভিযোগ উঠেছে।
এই ঘটনায় বঙ্গ বিজেপির তরফ থেকে টুইট করা হয়েছে ৷ সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়ও টুইট করেছেন ৷ শুক্রবার গভীর রাত থেকেই কোচবিহার জেলার নানা জায়গা থেকে অশান্তির খবর মিলেছিল । তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছাটবলগার 68 নম্বর বুথে কাজ সেরে ফিরছিলেন 2 তৃণমূল কর্মী । অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় । রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন গণেশ দাস ও কানু দাস নামে দু'জন ।