মাথাভাঙা, 11 জুলাই : বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ শনিবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় ৷ স্থানীয় বাসিন্দা বিজেপির বুথ সভাপতি বিপিন বর্মণের বাড়ি ভাঙচুর করার হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ ৷
জানা গিয়েছে, বিজেপির বুথ সভাপতি বিপিন বর্মণের কাছে তোলা আদায় করতে চেয়ে অন্যায়ভাবে টাকা দাবি করা হয় ৷ সেই টাকা না দেওয়ায় তার বাড়ি ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ৷
ভাঙচুর করার পর বুথ সভাপতির বাড়ি এই বিষয়ে মাথাভাঙা 10 নম্বর মণ্ডল সম্পাদক রঞ্জন বর্মণ জানান, নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের 5/39 নং বুথ সভাপতি বিপিন বর্মণের বাড়িতে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় ৷ বাড়ি ভাঙচুর ও লুঠপাট করে । অবৈধভাবে তাঁর কাছে টাকা দাবি করা হয় ৷ এলাকায় তৃণমূল সন্ত্রাসের পরিবেশ তৈরির চেষ্টা করছে । এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে ।
মাথাভাঙায় বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর আরও পড়ুন :বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলে শীতলকুচিতে গণঅবস্থান
যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে । স্থানীয় তৃণমূল নেতা অরুনাভ গুহ বলেন, "মাথাভাঙায় অল্প সংখ্যক ভোট পাওয়ায় সহানুভূতি পেতে বিজেপি এসব করছে ৷ নিজেরা গোষ্ঠীকোন্দল করে দলীয় কর্মীদের বাড়ি ভাঙচুর করছে আর তৃণমূলের নামে অভিযোগ করছে ৷