কোচবিহার, 17 মে: কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা 1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এলাকায় । যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।
এই বিষয়ে কেদারহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব’র অঞ্চল সভাপতি সুমনকুমার রায় বলেন, "বিজেপি এলাকায় সন্ত্রাস তৈরি করছে । আজ দুপুরে একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী গিলাডাঙা বাজারে আমাদের কার্যালয়ে ভাঙচুর চালায় এবং তৃণমূল কর্মীদের হুমকি দেয় । মাথাভাঙা থানায় এফআইআর করবে তৃণমূল ।"