কোচবিহার, 7মে : বিধানসভা নির্বাচনের দিন কয়েক আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কোচবিহার পুরসভার প্রশাসক ভূষণ সিং । আর তাই রাজ্যে নতুন সরকার গঠনের পরই পৌরসভার প্রশাসক মণ্ডলীর দায়িত্ব থেকে সরানো হল ভূষনকে। বৃহস্পতিবার এ বিষয়ে রাজ্য সরকারের তরফে কোচবিহার পুরসভা ও জেলা প্রশাসনের কাছে নির্দেশ এসে পৌঁছায় । আপাতত কোচবিহার পুরসভার দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহারের সদর মহকুমা শাসক রাকিবুর রহমানকে ।
এবিষয়ে ভূষণ সিং বলেন, "যেহেতু আমি নির্বাচনের আগে অন্য দলে গিয়েছি কাজেই আমাকে সরাবে এটা স্বাভাবিক ।" জানা গিয়েছে, কোচবিহার পুরসভার দীর্ঘদিনের কাউন্সিলর ভূষণ সিং গত 2017 সালে পৌরসভার চেয়ারম্যান পদে নিযুক্ত হন । 2020 সাল পর্যন্ত তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন । পরবর্তীতে নির্বাচন না হওয়ায় পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় । এরপর ভূষণ সিংকে পুরসভার প্রশাসক মন্ডলীর প্রশাসক পদে নিয়োগ করা হয় । এতদিন তিনি সেই দায়িত্ব সামলাচ্ছিলেন ।