কোচবিহার, 23 মার্চ : বিজেপি পার্টি অফিসের ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র ভাঙচুরসহ দলীয় পতাকায় আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভায় ।
নাটাবাড়ি বিধানসভায় চিলাখানা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি মোড় এলাকায় বিজেপির পার্টি অফিস অবস্থিত । বিজেপির অভিযোগ সোমবার রাতে তৃণমূলে দুষ্কৃতীরা পার্টি অফিসে হামলা চালায় । পার্টি অফিসের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র সহ টেবিল চেয়ার ভাঙচুর করা হয় । পার্টি অফিসের ভিতরে থাকা পতাকাগুলিও পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা । যদিও গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।