কোচবিহার, 1 এপ্রিল: মহাগুরু মিঠুন চক্রবর্তী কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? বুধবার কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের জনসভায় প্রচার করতে এসে সেই জল্পনায় উস্কে দিলেন স্বয়ং মহাগুরু । গতকাল তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদ্যুতের দাম কমবে । মহিলারা বিনা পয়সায় গাড়িতে যাতায়াত করতে পারবেন । মহিলাদের পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই নিঃশুল্ক হবে । যতটুকু করতে পারব, ততটুকুই বলব । আমি ললিপপ দেব না । আর আমি চাই সবটাই আমার হাত দিয়ে হোক । এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা দানা বেধেছে, তবে কি বিজেপি সরকার ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন মিঠুন চক্রবর্তী ?
আরও পড়ুন: কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি
বৃহস্পতিবারের বিজেপির প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন আরও বলেন, অনেকেই বলেন যে আমি সুবিধাবাদী । কিন্তু আমি সুবিধাবাদী নই । আমাকে বলা হয়েছিল ভোটে দাঁড়াতে কিন্তু আমি দাঁড়াইনি । মহাগুরুর হুঁশিয়ারি, অনেকেই ভাবছেন সন্ত্রাস করে পার পেয়ে যাবেন । এখন সন্ত্রাস করবেন আর বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে লুকিয়ে থাকবেন । পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলে আসবেন । আমি আপনাদের বলছি সন্ত্রাস করে পালিয়ে গিয়ে চাঁদে গিয়ে লুকালেও সেখান থেকে টেনে আনা হবে ।
শুনুন কী বললেন মিঠুন চক্রবর্তী... উপস্থিত জনতাকে মহাগুরুর আশ্বাস, দীর্ঘ ৩৪ বছরের রাজত্বে কেন্দ্রের বিরোধিতা করে এসেছে রাজ্য । গত ১০ বছরে তৃণমূল ক্ষমতা চলছে । এক্ষেত্রেও কেন্দ্রের বিরোধিতা করা হয়েছে । এবার একটা সুযোগ এসেছে । কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার হবে ৷ ৬ মাসের মধ্যে বাংলার উন্নয়ন হবে ৷