পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিঠুনই কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, জল্পনা খোদ মহাগুরুর বক্তব্যে - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

এদিন মিঠুন বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদ্যুতের দাম কমবে, মহিলারা বিনা পয়সায় গাড়িতে যাতায়াত করতে পারবেন, মহিলাদের পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই নিঃশুল্ক হবে ৷ যতটুকু করতে পারব, ততটুকুই বলব ।

will-mithun-chakraborty-be-the-cm-of-bjp-goverment
will-mithun-chakraborty-be-the-cm-of-bjp-goverment

By

Published : Apr 1, 2021, 8:29 AM IST

কোচবিহার, 1 এপ্রিল: মহাগুরু মিঠুন চক্রবর্তী কি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ? বুধবার কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের জনসভায় প্রচার করতে এসে সেই জল্পনায় উস্কে দিলেন স্বয়ং মহাগুরু । গতকাল তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিদ্যুতের দাম কমবে । মহিলারা বিনা পয়সায় গাড়িতে যাতায়াত করতে পারবেন । মহিলাদের পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই নিঃশুল্ক হবে । যতটুকু করতে পারব, ততটুকুই বলব । আমি ললিপপ দেব না । আর আমি চাই সবটাই আমার হাত দিয়ে হোক । এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা দানা বেধেছে, তবে কি বিজেপি সরকার ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন মিঠুন চক্রবর্তী ?

আরও পড়ুন: কেশপুরে খুন তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি

বৃহস্পতিবারের বিজেপির প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে মিঠুন আরও বলেন, অনেকেই বলেন যে আমি সুবিধাবাদী । কিন্তু আমি সুবিধাবাদী নই । আমাকে বলা হয়েছিল ভোটে দাঁড়াতে কিন্তু আমি দাঁড়াইনি । মহাগুরুর হুঁশিয়ারি, অনেকেই ভাবছেন সন্ত্রাস করে পার পেয়ে যাবেন । এখন সন্ত্রাস করবেন আর বিজেপি ক্ষমতায় এলে অন্য রাজ্যে লুকিয়ে থাকবেন । পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলে আসবেন । আমি আপনাদের বলছি সন্ত্রাস করে পালিয়ে গিয়ে চাঁদে গিয়ে লুকালেও সেখান থেকে টেনে আনা হবে ।

শুনুন কী বললেন মিঠুন চক্রবর্তী...

উপস্থিত জনতাকে মহাগুরুর আশ্বাস, দীর্ঘ ৩৪ বছরের রাজত্বে কেন্দ্রের বিরোধিতা করে এসেছে রাজ্য । গত ১০ বছরে তৃণমূল ক্ষমতা চলছে । এক্ষেত্রেও কেন্দ্রের বিরোধিতা করা হয়েছে । এবার একটা সুযোগ এসেছে । কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যেও বিজেপি সরকার হবে ৷ ৬ মাসের মধ্যে বাংলার উন্নয়ন হবে ৷

ABOUT THE AUTHOR

...view details