কোচবিহার, 10 এপ্রিল : ভোট শুরু হতেই কমিশনে নালিশ তৃণমূলের ৷ তৃণমূলের অভিযোগ, কোচবিহারের বিভিন্ন বুথে দলের পোলিং এজ়েন্টদের বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷
কোচবিহারে দলীয় এজ়েন্টদের বুথে ঢুকতে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের - কমিশনে নালিশ তৃণমূলের
তৃণমূল ইমেল করে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে ৷
tmc-complained-to-ec-that-obstruction-of-party-agents-to-entering-polling-booth
রাজ্যে চতুর্থ দফার ভোট হচ্ছে 44টি আসনে ৷ এর মধ্যে কোচবিহারে রয়েছে 9টি আসন ৷ ভোট শুরুর এক ঘণ্টারও কম সময়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল তৃণমূল ৷ তৃণমূল ইমেল করে কমিশনকে জানিয়েছে, কোচবিহারের বিভিন্ন বুথে দলীয় এজ়েন্টকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷
যদিও কোচবিহারেরই শীতলকুচিতে বিজেপি এজ়েন্টকেই মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ ঘটনায় বিজেপি এজ়েন্টের মাথা ফেটেছে বলে অভিযোগ ৷ যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে ৷