পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলা, কাঠগড়ায় তৃণমূল - west bengal assembly election 2021

চতুর্থ দফার ভোটপর্ব শুরুতেই কোচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর আসছে। শীতলকুচিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Apr 10, 2021, 8:22 AM IST

শীতলকুচি, 10 এপ্রিল : চতুর্থ দফার ভোটগ্রহণের শুরুতেই রক্তাক্ত কোচবিহারের শীতলকুচি ৷ বিজেপি কর্মীদের উপর হামলায় জখম কমপক্ষে 3 জন ৷

শীতলকুচি বিধানসভার 265 নম্বর বুথে পাগলাপীর এলাকার ঘটনা ৷ বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা ৷ যার জেরে আহত হন প্রায় 3 জন বিজেপি কর্মী ৷ প্রায় এক ঘণ্টা ধরে আহত অবস্থায় পড়েছিলেন এক বিজেপি কর্মী ৷ পুলিশকে জানিয়ে কোনও লাভ হয়নি বলে অভিযোগ ৷

কোচবিহারের শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, আহত 3

রামকৃষ্ণ বর্মণ নামে এক বিজেপি সমর্থক প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়েছেন, " আমাদের এক কর্মী আহত অবস্থায় ঘণ্টাখানেক পড়ে ৷ পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি ৷ "

আরও পড়ুন :কোচবিহারে দলীয় এজ়েন্টদের বুথে ঢুকতে বাধা, কমিশনে নালিশ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details