পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিতাইয়ের বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা, অভিযুক্ত তৃণমূল

এর আগেও বিজেপি প্রার্থী দীপক রায়ের উপর হামলার হয়েছিল দিনহাটা আদালত চত্বরে । এদিন দীপক রায় তাঁর অনুগামীদের নিয়ে গীতালদহ বাজারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় তাঁর গাড়িতে হামলা চালায় 15-20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ।

mc-accused-of-attacked-on-convoy-of-bjp-candidate-dipak-roy-at-sitai
mc-accused-of-attacked-on-convoy-of-bjp-candidate-dipak-roy-at-sitai

By

Published : Apr 7, 2021, 5:53 PM IST

কোচবিহার, 7 এপ্রিল : সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়ের কনভয়ে হামলা ৷ অভিযোগের আঙুল উঠল তৃণমূলের দিকে । বুধবার দুপুরে দিনহাটা মহকুমার গীতালদহ এলাকায় এই ঘটনা ঘটেছে । দীপক রায়ের গাড়ি সহ কনভয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ একটি গাড়িকে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ । বিজেপি কর্মীদের মারধরেরও অভিযোগ উঠেছে । আহত তিন বিজেপি কর্মী দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

সিতাইয়ের বিজেপি প্রার্থীর কনভয়ে হামলা

10 এপ্রিল চতুর্থ দফা ভোট রাজ্যে ৷ ওই দিন ভোট হবে কোচবিহার জেলার 9টি বিধানসভাতেও । নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই অশান্তি বাড়ছে । কর্মীদের পাশাপাশি প্রার্থীদের উপরেও হামলার হামলার ঘটনা ঘটছে । এর আগেও বিজেপি প্রার্থী দীপক রায়ের ওপর হামলার হয়েছিল দিনহাটা আদালত চত্বরে । এবারের ঘটনা ঘটল বুধবার দুপুরে ৷ এদিন দীপক রায় তাঁর অনুগামীদের নিয়ে গীতালদহ বাজারে যাচ্ছিলেন ৷ অভিযোগ, সেই সময় তাঁর গাড়িতে হামলা চালায় 15-20 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী । গাড়ি ভাঙচুর করা হয়, একটি গাড়িকে নয়ানজুলিতে ফেলে দেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ । এরপর প্রার্থী দীপক রায় নির্বিঘ্নে ঘটনাস্থান থেকে ফেরেন ।

আরও পড়ুন: বারুইপুরে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা, অন্তঃসত্ত্বাকে মারধর ; অভিযুক্ত তৃণমূল

বিজেপি প্রার্থী দীপক রায় বলেন, "তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগেও আমার উপর হামলা চালিয়েছিল । আজ ফের হামলা চালিয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।"

তৃণমূল প্রার্থী তথা এলাকার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, "গোষ্ঠী কোন্দলের ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ।"

ABOUT THE AUTHOR

...view details