পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মমতার সভা থেকে ফিরেই সুর বদল আনন্দের দাদুর - আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায়

24 ঘণ্টা কাটতে না কাটতেই ভোল বদল শীতলকুচিতে মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায়ের ৷

আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায়
আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায়

By

Published : Apr 14, 2021, 5:39 PM IST

Updated : Apr 14, 2021, 7:08 PM IST

কোচবিহার, 14 এপ্রিল : 24 ঘণ্টার মধ্যেই ভোল বদল শীতলকুচিতে মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায়ের ৷ আজ মমতার সভায় গিয়েছিলেন শীতলকুচিতে ভোটের দিন মৃত পাঁচজনের পরিবারের সদস্যরা ৷ কিন্তু সভা থেকে ফিরে বিস্ফোরক দাবি মৃত আনন্দ বর্মণের দাদুর ৷ তাঁর দাবি, তাঁকে জোর করে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁকে যেভাবে বলতে বলা হয়েছিল, তিনি সেভাবেই বলেছন ৷

গত শনিবার বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে 5 জনের মৃত্যু হয় ৷ আজ কোচবিহারের এক জনসভায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সভা থেকে ফেরার পরই ভোল বদল মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মনের দাদু ক্ষিতীশ রায়ের । আজ বিকেলে বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে ক্ষিতীশবাবু বলেন, ‘‘আমাকে তৃণমূলের তরফে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এরপর আমাকে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যায় তৃণমূলের গুন্ডারা । আমাকে যেভাবে বলতে বলা হয়েছে মিটিংয়ে সেকথাই বলেছি ।"

ক্ষিতীশ রায়ের এই ভোলবদলের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কোচবিহারের রাজনৈতিক মহলে । সকালে মাথাভাঙা মহকুমা হাসপাতালে মাঠে বিধানসভা নির্বাচনের দিন গুলিতে নিহত পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত 4 গ্রামবাসীর পরিবার যেমন ছিল, তেমনি ছিলেন পাঠানতুলিতে নিহত বিজেপি কর্মী আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায় । মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে পরিবারের দুই সদস্যের অর্থাৎ মৃত বিজেপি কর্মীর মা ও তাঁর দাদার চাকরির দাবি করেন ।

সুর বদল আনন্দের দাদুর

আরও পড়ুন : নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার

যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ভোল বদল ক্ষিতীশ রায়ের ৷ বিজেপি কোচবিহার জেলা কার্যালয়ে বলেন, তৃণমূল কর্মীরা তাঁকে জোর করে নিয়ে গিয়েছিল এবং রবীন্দ্রনাথ ঘোষের কথামতো তিনি মুখ্যমন্ত্রীকে চাকরির আবেদন জানিয়েছেন ।

Last Updated : Apr 14, 2021, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details