কোচবিহার, 14 এপ্রিল : 24 ঘণ্টার মধ্যেই ভোল বদল শীতলকুচিতে মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মণের দাদু ক্ষিতীশ রায়ের ৷ আজ মমতার সভায় গিয়েছিলেন শীতলকুচিতে ভোটের দিন মৃত পাঁচজনের পরিবারের সদস্যরা ৷ কিন্তু সভা থেকে ফিরে বিস্ফোরক দাবি মৃত আনন্দ বর্মণের দাদুর ৷ তাঁর দাবি, তাঁকে জোর করে মুখ্যমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছিল ৷ তাঁকে যেভাবে বলতে বলা হয়েছিল, তিনি সেভাবেই বলেছন ৷
গত শনিবার বিধানসভা নির্বাচনের দিন কোচবিহারের শীতলকুচিতে 5 জনের মৃত্যু হয় ৷ আজ কোচবিহারের এক জনসভায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু সভা থেকে ফেরার পরই ভোল বদল মৃত বিজেপি কর্মী আনন্দ বর্মনের দাদু ক্ষিতীশ রায়ের । আজ বিকেলে বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে ক্ষিতীশবাবু বলেন, ‘‘আমাকে তৃণমূলের তরফে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল ৷ এরপর আমাকে মুখ্যমন্ত্রী সভায় নিয়ে যায় তৃণমূলের গুন্ডারা । আমাকে যেভাবে বলতে বলা হয়েছে মিটিংয়ে সেকথাই বলেছি ।"