শীতলকুচি(কোচবিহার), 29 এপ্রিল : স্বজন হারানোর কষ্ট নিয়েই শীতলকুচির 126 নং বুথের পুনর্নির্বাচনে ভোট দিলেন নিহতদের পরিবারের সদস্যরা ৷ আজ শীতলকুচির 5/126 নং বুথে পুননির্বাচন ছিল । সেই শীতলকুচি, যেখানে গত 10 এপ্রিল চতুর্থ দফার ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷
শীতলকুচির 126 নং বুথে গুলি চালনার ঘটনার পর ওই বুথের ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন ৷ আজ অষ্টম তথা শেষ দফায় সেই শীতলকুচিতে উপনির্বাচন ছিল ৷ সেই উপনির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত চার জনের পরিবারের সদেস্যরা । তাঁদের মধ্যে কেউ স্বামীকে হারিয়েছেন, কেউ ছেলেকে আবার কেউ বা তাঁর ভাই বা দাদাকে হারিয়েছেন ৷ আজও কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে এদিন শীতলকুচির ওই বুথে ভোট দিলেন ভোটাররা ৷ নিহত মনিরুজ্জামানের স্ত্রী রাহিলা খাতুন চার মাসের সন্তানকে কোলে নিয়ে জানান, তিনি দোষীদের শাস্তি চান ৷