দিনহাটা, 26 মার্চ : বুধবার বিজেপি কর্মীর মৃত্যুর পর আরও কড়া হল নির্বাচন কমিশন । কমিশনের নির্দেশে আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে কোচবিহারে আসছেন । কোচবিহারের জেলাশাসক, পুলিশ সুপার, দিনহাটা থানার আইসি এবং ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেল তিনটের সময় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে । তবে এবিষয়ে পুলিশ কিংবা প্রশাসন মুখ খুলতে চায়নি ।
গত বুধবার সকালে দিনহাটা শহরের পশু হাসপাতালের ভেতর বিজেপির দিনহাটা শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের (৪৫) ঝুলন্ত দেহ উদ্ধার হয় । বিজেপির তরফে অভিযোগ করা হয়, তৃণমূল ওই বিজেপি নেতাকে মেরে ঝুলিয়ে দিয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা শহর । পরে লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । মৃতের স্ত্রী মুনমুন সরকার দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ-সহ 22 জনের নামে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেন ।