পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে মোদির সভার পাল্টা রোড শো মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার সকালে কোচবিহার রাসমেলার মাঠে জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি । এরপরই বিকেলে কোচবিহারে রোড শো করেন তৃণমূল সুপ্রিমো ৷

কোচবিহারে রোড শো মমতার
কোচবিহারে রোড শো মমতার

By

Published : Apr 6, 2021, 9:27 PM IST

কোচবিহার, 6 এপ্রিল : প্রধানমন্ত্রীর জনসভার কয়েক ঘণ্টার মধ্যে কোচবিহারের রোড শো করলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন সকাল কোচবিহারে সভা করেন নরেন্দ্র মোদি ৷ এরপরই বিকেলে কোচবিহারে রোড শো করেন তৃণমূল সুপ্রিমো ৷

আগামী 10 এপ্রিল কোচবিহারে নির্বাচন ৷ শেষ পর্বের প্রচার তুঙ্গে । মঙ্গলবার সকালে কোচবিহার রাসমেলার মাঠে জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি । সভা থেকেই মোদি, রাজ্যের তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হন । এদিন মোদির জনসভায় ব্যাপক ভিড় হয়েছিল । অপরদিকে এদিন মমতার সভা ছিল কোচবিহারের মাথাভাঙ্গা এবং মেখলিগঞ্জে। মেখলিগঞ্জে সভা শেষ হতেই তিনি কোচবিহারে আসেন ।

কোচবিহারে রোড শো মমতার

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মোদি মিথ্যাবাদী দুঃশাসন, মাথাভাঙা থেকে আক্রমণ মমতার

বিকেল চারটে নাগাদ কোচবিহার জেনকিন্স স্কুল মাঠে হেলিকপ্টারে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে কোচবিহার শহরের সিলভার জুবলি রোড, সুনীতি রোড দিয়ে বিশ্বসিংহ রোডের এক বেসরকারি হোটেলে ওঠেন তৃণমূল নেত্রী । মমতার রোড শো-কে কেন্দ্র করে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো । আগামীকাল কোচবিহারের বটতলা এবং শীতলকুচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details