পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিত শাহকে দাঙ্গাবাজ ও ধান্দাবাজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায় - মমতা বন্দ্যোপাধ্যায়

নাম না করেই নেত্রী বলেন , "দিল্লিতে বসে আছে হোম মিনিস্টার। কিছু করে না । দাঙ্গাবাজি আর ধান্দাবাজি ছাড়া । বিরোধী দলের ঘরে সিবিআই ঢুকিয়ে দিচ্ছে, ইডি ঢুকিয়ে দিচ্ছে । "

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Apr 2, 2021, 7:28 PM IST

কোচবিহার, 2 এপ্রিল:কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দাঙ্গাবাজ ও ধান্দাবাজ বলে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার দুপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে সভা করতে এসে কোচবিহারের তুফানগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করেন তিনি ।

এদিন সভায় নেত্রী অমিত শাহর প্রসঙ্গে তুলে বলেন, "অমিত শাহ নির্বাচন কমিশন চালাচ্ছে ৷" তারপর নাম না করেই বলেন , "দিল্লিতে বসে আছে হোম মিনিস্টার। কিছু করে না । দাঙ্গাবাজি আর ধান্দাবাজি ছাড়া । বিরোধী দলের ঘরে সিবিআই ঢুকিয়ে দিচ্ছে, ইডি ঢুকিয়ে দিচ্ছে । " সিবিআই কিংবা ইডি আসা নিয়ে কোনও সমস্যা নেই মুখ্যমন্ত্রীর ৷ কিন্তু কেন নির্বাচনের সময়ে বিভিন্ন জায়গায় এসব অভিযান চালানো হচ্ছে তা নিয়েই প্রশ্ন তোলেন তিনি ।

কোচবিহারের তুফানগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন:বিজেপির নির্দেশে কেন্দ্রীয় বাহিনী তাণ্ডব করছে, অভিযোগ মমতার

এরপর মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, "কমিশন সব জায়গায় বিজেপির লোক বসিয়ে রেখেছে ৷ আমাদের কথা শুনছে না ৷ এখন নির্বাচনের নামে তারা কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বাহিনী নিয়ে এসেছে ৷ কাল নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী মানুষের ঘরে ঢুকে অত্যাচার করেছে ৷" তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দালালি করছে ৷

ABOUT THE AUTHOR

...view details