পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অমিতের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনুক পুলিশ, দাবি উদয়নের - উদয়ন গুহ

উদয়ন গুহর দাবি করেন, মৃত বিজেপি নেতার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে ৷ যে কাগজে তিনজন বিজেপি নেতা-নেত্রীর নাম রয়েছে । বিধায়ক বলেন, ওঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত পুলিশের ৷

police make released postmortem of died BJP leader said Udayan Guha
police make released postmortem of died BJP leader said Udayan Guha

By

Published : Mar 26, 2021, 8:32 PM IST

কোচবিহার, 26 মার্চ : বিজেপি নেতা অমিত সরকারের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট জনসমক্ষে আনার দাবি তুললেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ । শুক্রবার বিকালে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ময়নাতদন্তের পর দু-দিন কেটে গেলেও রিপোর্ট দিনহাটার মানুষ জানতে পারেনি । এটা হত্যা না আত্মহত্যা, হত্যা হলে এই ঘটনায় কারা জড়িত, আত্মহত্যা হলে কারো প্ররোচনায় ছিল কি-না তাও তদন্ত করে দেখা উচিত পুলিশের ।

শুনুন কী বললেন উদয়ন গুহ

দিনহাটার বিজেপি শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের অস্বাভাবিক মৃত্যুর পরেই অভিযোগের আঙুল উঠেছে বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ তৃণমুল বিধায়ক উদয়ন গুহ সহ 22 জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে । স্থানীয় বিজেপি নেতাদের বক্তব্য, এলাকায় বিজেপির বাড়বাড়ন্ত রুখতে উদয়ন গুহ খুনের রাজনীতি করছেন ৷ এই পরিপ্রেক্ষিতেই শুক্রবার বিকেলে দিনহাটায় সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল বিধায়ক ৷ সাংবাদিকদের সেদিন রাতের সিসিটিভি ফুটেজের বেশ কয়েকটি স্থিরচিত্র দেখান উদয়ন ৷ যেখানে দেখা যাচ্ছে, মৃত বিজেপি নেতা অমিত সরকার রাত 1 টা বেজে 38 মিনিটে দিনহাটা শহরের গোপালনগর এলাকা দিয়ে একা একা হেঁটে যাচ্ছেন । উদয়নের দাবি, এই ছবিতে স্পষ্ট, অমিত সরকারকে কেউ জোর করেনি ৷ উদয়ন গুহর আরও দাবি, বিজেপি নেতার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে ৷ যে কাগজে তিনজন বিজেপি নেতা-নেত্রীর নাম রয়েছে । বিধায়ক বলেন, ওঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত পুলিশের ৷

আরও পড়ুন: মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের

উদয়ন গুহ আরও বলেন, দ্রুত ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা হোক ৷ ইতিমধ্যে আমি আরটিআই করেছি ৷ পুলিশের একাংশ তদন্তে গড়িমসি করছে ।

উদয়ন একাধিক অভিযোগ করলেও গোটা বিষয়টি নিয়ে দিনহাটা থানার পুলিশ আধিকারিক কোনও মন্তব্য করতে চাননি ।

ABOUT THE AUTHOR

...view details