কোচবিহার, 30 মার্চ : তৃণমূলের হামলায় জখম 5 কর্মীকে দেখতে হাসপাতালে গেলেন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী নিখিলরঞ্জন দে ৷ আজ সকালে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নিতে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসাপাতালে যান তিনি ৷
প্রসঙ্গত, গত 28 মার্চ কোচবিহার 1নং ব্লকের মোয়ামারি এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে প্রচার করছিলেন কোচবিহার দক্ষিণের বিজেপি প্রার্থী নিখিলরঞ্জন দে ৷ অভিযোগ, সেই সময় তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের উপর হামলা চালায় ৷ সেই ঘটনায় এক প্রবীণ এবং 1 মহিলা সহ মোট 5 বিজেপি কর্মী আহত হন ৷ তাঁদের ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ ওঠেে ৷ এই ঘটনায় কোচবিহার কোতয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী ৷