কোচবিহার, 12 এপ্রিল : নির্বাচন পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল সিতাই বিধানসভা কেন্দ্রের সিংঘিবাড়ি । দফায় দফায় সংঘর্ষের ঘটনায় অন্তত 5 জন জখম হয়েছে ।
আহতদের মধ্যে 3 জনকে দিনহাটা মহকুমা হাসপাতালে এবং বাকি 2 জনকে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে । গোটা ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ করেছে ।
জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে সিতাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম । দফায় দফায় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ, বোমাবাজির ঘটনা ঘটেছে ।
সিতাইতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম ৫ আরও পড়ুন :করোনা বিধি শিকেয়, হরিদ্বারে মহাকুম্ভে মাস্কহীন পূণ্যস্নান !
সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায় অভিযোগ করেন, ‘‘তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদেতর উপর হামলা করেছে ৷’’ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বলেন, ‘‘বিজেপি এই হামলা চালিয়েছে । এলাকা দখল করতেই এই হামলা ৷’’ ঘটনার তদন্ত শুরু করেছে সিতাই থানার পুলিশ ।