পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় উত্তেজনা - bjp worker found hanging in poll bound bengal

মৃত বিজেপি নেতা কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

bengal-assembly-election-2021
bengal-assembly-election-2021

By

Published : Mar 24, 2021, 10:27 AM IST

Updated : Mar 24, 2021, 11:17 AM IST

দিনহাটা, 24 মার্চ : ভোটমুখী বাংলায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃত বিজেপি নেতা কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে অমিত সরকার নামে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷ খুনের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা ৷

কোচবিহার জেলায় অন্যতম নজরকাড়া কেন্দ্র দিনহাটা । এই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াই করছেন বিদায়ী বিধায়ক উদয়ন গুহ । অপরদিকে বিজেপির প্রার্থী কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক । বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তেজনা বাড়ছে কোচবিহার জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে । প্রতিদিনই কোনও না কোনও গ্রামে গন্ডগোল, রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । এরই মধ্যে আজ সকালে দিনহাটা শহরের বিজেপির মণ্ডল সভাপত অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : কাঁথিতে মোদির সভায় থাকবেন দিব্যেন্দু ! আজই বিজেপিতে যোগদান ?

দলের নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি ৷ স্থানীয় নেতা আনোয়ার হোসেনের অভিযোগ, এখানকার বিধায়ক (উদয়ন গুহ) বিজেপিকে ঘরে ঢোকানোর চেষ্টায় নেমেছেন ৷ পরিকল্পনা করে এই খুন করা হয়েছে ৷ বিধায়ক এই পরিকল্পনার অংশ ৷ এতদিন বিজেপি নেতাদের মারধর করা হয়েছে ৷ কাজ না হওয়ায় খুন করিয়ে ভয় দেখালেন ৷"

যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ।

দিনহাটায় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Last Updated : Mar 24, 2021, 11:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details