কোচবিহার, 12 এপ্রিল:ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ মহকুমার বালাভূত গ্রাম । বালাভূত গ্রাম পঞ্চায়েতের গোপালের কুটি এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আহত বিজেপি কর্মী ধনেশ্বর বর্মন বর্তমানে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।
অভিযোগ, গতকাল সন্ধ্যা নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী ধনেশ্বর বর্মনকে ঘর থেকে টেনে বের করে এনে লোহার রড ও বাঁশ নিয়ে অতর্কিতে তাঁর উপর হামলা চালান । খবর পেয়ে বিজেপি কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় ধনেশ্বর বর্মনকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যান ।