পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারের শীতলকুচিতে অমিতের জনসভা, জোরদার প্রস্তুতি - Amit Shah in coochbehar in support of bjp candidate Baren Chandra Barman

বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের প্রচারে কোচবিহারে আসছেন অমিত শাহ ৷ জনসভা করবেন শীতলকুচির বড়কইমারি এলাকায় ৷ তারই প্রস্তুতি চলছে জোরকদমে ৷

প্রার্থীর সমর্থনে কোচবিহারের শীতলকুচিতে অমিতের জনসভা, প্রস্তুতি জোরদার
প্রার্থীর সমর্থনে কোচবিহারের শীতলকুচিতে অমিতের জনসভা, প্রস্তুতি জোরদার

By

Published : Apr 2, 2021, 12:04 PM IST

শীতলকুচি, 2 এপ্রিল : কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মনের সমর্থনে প্রচারে আসছেন অমিত শাহ । শীতলকুচির বড়কইমারি এলাকায় তিনি সভা করবেন । কার্যত, অমিতের সভা ঘিরে জোরদার শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে ৷ বুধ ও বৃহস্পতিবার দফায় দফায় সভাস্থল প্রস্তুতির কাজ সহ একাধিক বিষয়ে পরিদর্শন করেছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রথীন বোস সহ দলীয় একাধিক নেতৃত্ব । এছাড়া বরেনচন্দ্র বর্মনও সভাস্থল পরিদর্শন করেন ৷ নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ে খোঁজ নেন পুলিশ আধিকারিকদের কাছে ।
দলীয় সূত্রে খবর, আজ সকাল 11 টায় শীতলকুচির নির্বাচনী সভাস্থলে পৌছাবেন অমিত শাহ । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তিনি আলিপুদুয়ারে কালচিনির শুভাশিনি চা বাগানেও সভা সারবেন । এরপর দক্ষিণ 24 পরগনা এবং হুগলির আরামবাগ ও গৌরহাটিতে রোড শো করবেন ।
কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হয়েছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পার্থপ্রতিম রায় ৷ পুরোদমে ময়দানে নেমে পড়েছেন তিনিও ৷ প্রচারে কোনও খামতি রাখছেন না তিনি ৷ চলতি মাসের 10 তারিখে শীতলকুচিতে ভোট ৷

আরও পড়ুন : 2022 সালের মধ্যে বোরোল্যান্ড চুক্তির সব প্রতিশ্রুতি পূরণের আশ্বাস শাহ-র

আর হাতে মাত্র আট দিন বাকি । তার আগেই দলীয় প্রার্থী প্রচারে আসছেন অমিত শাহ । শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরেনচন্দ্র বর্মন বলেন "আমার সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন অমিত শাহ ৷ বিভিন্ন স্থানে সভা ও রোড শো করবেন ৷ তারই প্রস্তুতি দেখতে এসেছি ৷ আর আজ বিপুল সংখ্যক মানুষ তাঁর সভায় সমবেত হবেন ।"

ABOUT THE AUTHOR

...view details