কোচবিহার, 30 মার্চ : সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়কে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে দিনহাটা আদালত চত্বরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এক বিজেপি কর্মী জখম হয়েছেন। ঘটনার পরপরই সিতাই বিধানসভা কেন্দ্রের পেটলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রচার গাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। দু‘দলই অভিযোগ অস্বীকার করেছে।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বিজেপির বেশ কয়েকজন কর্মী দিনহাটা আদালতে জামিন নিতে গিয়েছিলেন । তাদের খোঁজখবর নিতে সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায়ও আদালতে আসেন। সেই সময় একদল তৃণমূল কর্মী দীপক রায়কে হেনস্থা করে বলে অভিযোগ ৷ দীপক রায়ের সঙ্গে থাকা বিজেপি কর্মীদের মারধরও করা হয়। খবর পেয়ে দিনহাটা থেকে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিনহাটায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে ৷