পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন মিহিরসহ কোচবিহারের 8 বিজেপি প্রার্থী - কোচবিহারের ভোটের খবর

মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দলের কর্মী ও সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো ৷ গানের তালে নাচতে নাচতে প্রার্থীর সঙ্গে যান বিজেপি কর্মীরা ৷

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Mar 22, 2021, 8:15 PM IST

কোচবিহার, 22 মার্চ : আজ বিজেপির 8 প্রার্থী মনোনয়ন জমা দিলেন কোচবিহার জেলার বিভিন্ন মহকুমাশাসকের কার্যালয়ে । কোচবিহার সদর মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে আসেন কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণের দুই প্রার্থী যথাক্রমে সুকুমার রায় ও নিখিলরঞ্জন দে । প্রার্থীদের সঙ্গে এসেছিলেন তাঁদের দলের কর্মী ও সমর্থকরা ৷ মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দলের কর্মী ও সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো ৷ গানের তালে নাচতে নাচতে প্রার্থীর সঙ্গে যান বিজেপি কর্মীরা ৷

পাশাপাশি, তুফানগঞ্জ মদনমোহন বাড়িতে পুজো দিয়ে মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তুফানগঞ্জ ও নাটাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে মালতি রাভা ও মিহির গোস্বামী ।মনোনয়ন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী মালতি রাভা বলেন, "কোচবিহার জেলার 9 টি আসনেই বিজেপির জয় নিশ্চিত ।"

প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের উচ্ছাস

আরও পড়ুন : প্রচারে বেরিয়ে শাড়ির কুঁচি ধরে দৌড় সায়নীর !

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বরেন চন্দ্র রায়, মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুশীল বর্মন, মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী দধিরাম রায়ও আজ মনোনয়ন জমা দেন। উল্লেখ্য রাজ্যে চতুর্থ দফায় 10 এপ্রিল কোচবিহার জেলার 9 টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ । 16 মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে । মনোনয়ন জমার শেষ দিন মঙ্গলবার ।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নাটাবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী মিহির গোস্বামী

ABOUT THE AUTHOR

...view details