কোচবিহার, 22 মার্চ : আজ বিজেপির 8 প্রার্থী মনোনয়ন জমা দিলেন কোচবিহার জেলার বিভিন্ন মহকুমাশাসকের কার্যালয়ে । কোচবিহার সদর মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে আসেন কোচবিহার উত্তর ও কোচবিহার দক্ষিণের দুই প্রার্থী যথাক্রমে সুকুমার রায় ও নিখিলরঞ্জন দে । প্রার্থীদের সঙ্গে এসেছিলেন তাঁদের দলের কর্মী ও সমর্থকরা ৷ মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে দলের কর্মী ও সমর্থকদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো ৷ গানের তালে নাচতে নাচতে প্রার্থীর সঙ্গে যান বিজেপি কর্মীরা ৷
পাশাপাশি, তুফানগঞ্জ মদনমোহন বাড়িতে পুজো দিয়ে মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তুফানগঞ্জ ও নাটাবাড়ির বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যথাক্রমে মালতি রাভা ও মিহির গোস্বামী ।মনোনয়ন জমা দেওয়ার পর আত্মবিশ্বাসী মালতি রাভা বলেন, "কোচবিহার জেলার 9 টি আসনেই বিজেপির জয় নিশ্চিত ।"