পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে জখম 7 - তৃণমূল-বিজেপি সংঘর্ষ

দিন কয়েক আগেই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষের উপর হামলা হয়েছিল ৷

7-injured-in-tmc-bjp-clash-at-sitalkuchi-coochbehar
7-injured-in-tmc-bjp-clash-at-sitalkuchi-coochbehar

By

Published : Apr 9, 2021, 4:58 PM IST

Updated : Apr 9, 2021, 6:06 PM IST

কোচবিহার, 9 এপ্রিল : তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি বিধানসভা কেন্দ্রের নলগ্রাম । দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত 7 জন জখম হয়েছে ৷ আহতরা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । গোটা ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে ।

শীতলকুচিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

দিনকয়েক আগেই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে দিলীপ ঘোষের উপর হামলা হয় ৷ সেই ঘটনায় পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে । এদিকে আগামীকাল এলাকায় ভোট ৷ তার আগের দিন দুপুরে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি হামলা করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে শীতলকুচি থানার পুলিশ ।

আরও পড়ুন:নন্দীগ্রামে রাজনৈতিক হামলায় জখম তৃণমূল কর্মীর মৃত্যু

শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরেন চন্দ্র বর্মণ বলেন, তৃণমুল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে । আমাদের একাধিক কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷

তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় বলেন, বিজেপিই আমাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে ।

Last Updated : Apr 9, 2021, 6:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details