পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi infiltrator arrested: অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক 3 বাংলাদেশি - Bangladeshi infiltrator arrested

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে 3 বাংলাদেশিকে আটক (Bangladeshi Detained) করল বিএসএফ (BSF) ৷ ধৃত তিন বাংলাদেশির নাম অসমদ আলি, আব্দুল করিম ইসলাম এবং সফিকুল ইসলাম । অসমদ ও আব্দুল করিমের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকায় । সফিকুল বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা ।

Three Bangladeshi Detained from border by BSF in Cooch Behar
Three Bangladeshi Detained from border by BSF in Cooch Behar

By

Published : Sep 8, 2022, 10:19 AM IST

কোচবিহার, 8 সেপ্টেম্বর: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে বিএসএফের হাতে ধরা পড়ল তিন বাংলাদেশি (Bangladeshi Detained) । বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি সীমান্তে ।

বিএসএফ (Border Security Force) সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন বাংলাদেশির নাম অসমদ আলি, আব্দুল করিম ইসলাম এবং সফিকুল ইসলাম । অসমদ ও আব্দুল করিমের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা এলাকায় । সফিকুল বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা ।

আরও জানা গিয়েছে, অসমদ আলি দীর্ঘদিন ধরেই সীমান্ত দিয়ে চোরাপথে যাত্রী পারাপার অর্থাৎ দালালের কাজ করে । অবৈধভাবে ভারতে ঢোকার পর তারা শিলিগুড়ি যাওয়ার জন্য চ্যাংরাবান্ধা বাইপাস এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিল (Bangladeshi infiltrator arrested) ।

আরও পড়ুন:মিথ্যে নথি দিয়ে পাসপোর্টের আবেদন, মালদায় গ্রেফতার বাংলাদেশি

গোপন সূত্রে বিএসএফ(BSF) খবর পায় চ্যাংরাবান্ধা বাইপাস মোড়ে 3 বাংলাদেশি ঘোরাঘুরি করছে । এই খবর পেয়ে বিএসএফের 98 নম্বর ব্যাটালিয়নের ভোটবাড়ি সীমান্তের হিমালয় চৌকির আধিকারিকরা তাদের আটক করে । তিনজনকেই মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details