পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bangladeshi Cattle Smugglers: ভারতে অবৈধ অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার 3 বাংলাদেশি গরুপাচারকারী - কোচবিহারে গ্রেফতার 3 বাংলাদেশি গরুপাচারকারী

অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক 3 বাংলাদেশি গরুপাচারকারী ৷ কোচবিহার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিল পাচারকারীরা (Bangladeshi cattle smugglers arrested in Cooch Behar) ৷

Bangladeshi Cattle Smugglers
গ্রেফতার পাচারকারী

By

Published : Oct 15, 2022, 10:59 PM IST

কোচবিহার, 15 অক্টোবর: ফের তিন বাংলাদেশি গরু পাচারকারীকে আটক করল বিএসএফ । শনিবার কোচবিহার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ির সেক্টরের অধীনে 6 ব্যাটালিয়নের কুচলিবাড়ি সীমান্তের বাগডোগরা সীমান্তের সীমান্তরক্ষীরা 3 বাংলাদেশী নাগরিককে আটক করেছে (Bangladeshi Cattle Smugglers) ।

ধৃত আবু তাহির (50) বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা, এমডি আসাদুজ্জামান (19) বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি এলাকার বাসিন্দা এবং এমডি মন্টু (50) লালমনিরহাটের ঝিমনাল এলাকায় থাকে ৷

আরও পড়ুন:ভারতে অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশে ফিরতে গিয়ে কোচবিহারে গ্রেফতার 3

বিএসএফ সূত্রে খবর, গবাদিপশু পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল ওই 3 জন । সেই সময়েই বিষয়টি নজরে পরে সীমান্তরক্ষীদের ৷ আটক তিন বাংলাদেশিকে মেখলিগঞ্জের কুচলিবাড়ীর পুলিশের হাতে কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাদেরকে গ্রেফতার করে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details