কোচবিহার, 15 অক্টোবর: ফের তিন বাংলাদেশি গরু পাচারকারীকে আটক করল বিএসএফ । শনিবার কোচবিহার জেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তরবঙ্গ সীমান্তের জলপাইগুড়ির সেক্টরের অধীনে 6 ব্যাটালিয়নের কুচলিবাড়ি সীমান্তের বাগডোগরা সীমান্তের সীমান্তরক্ষীরা 3 বাংলাদেশী নাগরিককে আটক করেছে (Bangladeshi Cattle Smugglers) ।
ধৃত আবু তাহির (50) বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম এলাকার বাসিন্দা, এমডি আসাদুজ্জামান (19) বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারি এলাকার বাসিন্দা এবং এমডি মন্টু (50) লালমনিরহাটের ঝিমনাল এলাকায় থাকে ৷