কোচবিহার, 20 নভেম্বর: অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফের জালে 4 অনুপ্রবেশকারী (Bangladeshi Arrest from Border) ৷ অভিযুক্ত মোহাম্মদ রায়াস (22), জিয়াউর রহমান (25), রুবিনা (19) , নূর ইসলাম (18) ৷ অভিযুক্তরা সকলেই বাংলাদেশের চট্টগ্রামের উখিয়া এলাকার বাসিন্দা ৷ তবে মদতকারী মানিল রায় জলপাইগুড়ির সুকান্তনগর কলোনি এলাকার বাসিন্দা ৷
পুলিশ সূত্রে খবর, 4 অনুপ্রবেশকারী বাংলাদেশী ৷ অবৈধভাবে ভারতে প্রবেশ করতে তাঁরা এক ভারতীয় মদককারীর গাড়িতে করে কুচলিবাড়ি থেকে মেখলিগঞ্জ যাচ্ছিল ৷ গোপনসূত্রে খবর পেয়ে শনিবার রাতে তিনবিঘা করিডর এলাকায় অভিযান চালায় বিএসএফ ৷ সেখান থেকে রাতে তাদের 4 অনুপ্রবেশকারীকে আটক করে বিএসএফ ৷ রবিবার ধৃতদের পুলিশের হাতে তুলে দেয় সীমান্ত রক্ষী বাহিনী ৷