পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহার থেকে অ্যামেরিকা, ছোট্ট মনীষা পেল নতুন বাবা-মা - america

আজ থেকে সাড়ে তিন বছর আগে তোর্সা নদীর চর থেকে উদ্ধার করা হয়েছিল মনীষাকে। তখন তার বয়স ছিল মাত্র ৭ দিন। কোচবিহারের বানেশ্বরের নিউ হোমে সকলের আদরের মধ্যে বড় হয়ে উঠছিল মনীষা। আগামীকালই নতুন বাবা- মার হাত ধরে অ্যামেরিকা যাবে সে।

মনীষা

By

Published : Mar 7, 2019, 9:41 PM IST

কোচবিহার, ৭ মার্চ : নাড়ি কাটার পর ঠাঁই হয়েছিল তোর্সা নদীর চরে। আর আজ বিশ্ব নারী দিবসের প্রাক্কালে ছোট্ট মনীষা পেল নতুন বাবা-মা। কোচবিহারের সাড়ে তিন বছরের ছোট্ট মনীষাকে দত্তক নিল অ্যামেরিকান দম্পতি এলেন ও ভিক্টোরিয়া।

আজ থেকে সাড়ে তিন বছর আগে তোর্সা নদীর চর থেকে উদ্ধার করা হয়েছিল মনীষাকে। তখন তার বয়স ছিল মাত্র ৭ দিন। কোচবিহারের বানেশ্বরের নিউ হোমে সকলের আদরের মধ্যে বড় হয়ে উঠছিল মনীষা। আগামীকালই নতুন বাবা- মার হাত ধরে অ্যামেরিকা যাবে সে।

মনীষা চলে যাওয়ায় হোমের অন্যান্য সদস্যদের মন ভারাক্রান্ত। হোমের এক কেয়ারটেকার কল্পনা বিশ্বাস বলেন, "মনীষা আমাদের খুব আদরের মেয়ে। সবাই ওকে খুব ভালোবাসত। ওর স্বভাবও খুব ভালো। ভগবানের কাছে প্রার্থনা করি ও যেখানেই থাকুক, ভালো থাকুক।"

উল্লেখ্য, ২০১৭-র জুলাইতে অ্যামেরিকার ওই দম্পতি একটি শিশুকে দত্তক নিতে চেয়ে কেন্দ্রীয় সরকারের শিশু উন্নয়ন মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছিলেন। তাঁদের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই মনীষার কথা তাঁদের জানানো হয়েছিল। এরপর একাধিক প্রক্রিয়ার মাধ্যমে আজ ওই দম্পতির হাতে সরকারিভাবে মনীষাকে তুলে দেওয়া হয়। আগামীকাল তাঁরা মনীষাকে নিয়ে অ্যামেরিকার উদ্দেশে রওনা দেবেন।

ছোট্ট মনীষাকে পেয়ে খুশি এলেন ও ভিক্টোরিয়া। এলেন বলেন,"মনীষা খুব মিষ্টি মেয়ে। আমাদের আরও এক কন্যাসন্তান আছে। তার বয়স ৪ বছর। আমাদের কিছু শারীরিক সমস্যা আছে। তাই আমরা আর সন্তানের জন্ম দিতে পারব না। তবে মনীষাকে মেয়ে হিসেবে পেয়ে আমরা খুব খুশি।"

আজও আমাদের দেশে কন্যাভ্রূণ হত্যা করা হয়। কন্যাসন্তানকে জন্মের পর ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। যদিও সুদূর অ্যামেরিকা থেকে এসে এই দম্পতি দত্তক নিলেন মনীষাকে। বার্তা দিলেন, 'বেটি বাঁচাও, বেটি...'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details