কলকাতা, 28 জুলাই:মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর ফেরত দেওয়া টাকার প্রথম কিস্তি এদিন হাতে পেলেন ববিতা সরকার । অঙ্কিতার বেতনের প্রায় 7 লক্ষ 98 হাজার 299 টাকা হাতে পেলেন তিনি । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রায় চার বছরের চাকরি বাবদ অঙ্কিতা অধিকারী যে বেতন পেয়েছেন, তা ববিতা সরকারকে ফেরত দিতে হবে (Babita Sarkar gets her first installment of salary)।
বিপুল অঙ্কের টাকা হওয়ার জন্য দুই কিস্তিতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে সেই টাকা জমা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । প্রথম কিস্তির টাকা অঙ্কিতা অধিকারী বেশ কিছুদিন আগেই হাইকোর্টে জমা করলেও এতদিন পর সেই টাকা হাতে পেলেন ববিতা সরকার । বুধবার ববিতার আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে তাঁর টাকা না-পাওয়ার বিষয়টি জানান । তারপরই এদিন ববিতা প্রথম কিস্তির টাকা হাতে পেলেন । তাঁর আইনজীবী জানিয়েছেন, ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির টাকাও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করেছেন অঙ্কিতা অধিকারী । সেই টাকাও কয়েকদিনের মধ্যেই হাতে পাবেন ববিতা।