পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Attempted to Murder : বিয়ের দু'দিনের মাথায় স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা স্ত্রী'য়ের - বিয়ের দুদিনের মাথায় স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা স্ত্রীয়ের

বিয়ের দু'দিনের মাথায় স্বামীর খাবারে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে ৷ ঘটনায় অসুস্থ নববধূও বর্তমানে কোচবিহার মেডিক্যালে চিকিৎসাধীন (Cooch Behar Attempted to Murder)।

Cooch Behar Attempted to Murder News
স্বামীকে বিষ মিশিয়ে খুনের চেষ্টা করল স্ত্রী

By

Published : Jul 6, 2022, 10:54 PM IST

কোচবিহার, 6 জুলাই: বিয়ের দু'দিনের মাথায় স্বামীকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে । মঙ্গলবার রাতে কোচবিহারের তুফানগঞ্জের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Cooch Behar Attempted to Murder)। অসুস্থ অবস্থায় ওই যুবক তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । পাশাপাশি নববধূও অসুস্থ থাকায় বর্তমানে কোচবিহার মেডিক্যালে চিকিৎসাধীন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জের বালাভূতের বাসিন্দা তসলিম উদ্দিন শেখের সঙ্গে গত রবিবারই বিয়ে হয় মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাকুরতলা এলাকার এক যুবতীর । মঙ্গলবার শ্বশুরবাড়িতে যান নববধূ । অভিযোগ, সেখানেই স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির পরিবারের আরও দুই সদস্যকে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়ার চেষ্টা করে নতুন বউ ।

আরও পড়ুন :Bangladesh Blogger Murder Case: বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

আরও জানা গিয়েছে, বাকি দু'জন সেই মিষ্টি না-খেলেও নতুন বর তাসলিম উদ্দিন শেখ সেই মিষ্টি খেয়ে ফেলেন । এরপরেই তিনি অসুস্থ হয়ে পড়েন । সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই খবর । যদিও বিষয়টি নিয়ে তুফানগঞ্জ থানায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details