পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Inspection in Changrabandha: সীমান্তে বাণিজ্য কেন্দ্র পরিদর্শনে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার

চ্যাংড়াবান্ধায় সীমান্ত পরিদর্শন করলেন অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ৷ বিভিন্ন জায়গা ঘুরে দেখার পাশাপাশি তিনি পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করেন ৷

Etv Bharat
চ্যাংড়াবান্ধা সীমান্ত পরিদর্শনে অ্যাসিস্ট্যান্ট

By

Published : May 7, 2023, 10:28 AM IST

চ্যাংড়াবান্ধা সীমান্ত পরিদর্শনে অ্যাসিস্ট্যান্ট

কোচবিহার, 7 মে: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মনোজ কুমার শনিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে বাণিজ্য কেন্দ্রের এলাকা পরিদর্শনে আসেন । চ্যাংড়াবান্ধা বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বাণিজ্য সংক্রান্ত বিষয় এবং ইমিগ্রেশন দফতরে ভিসাধারীদের পরিষেবা উন্নয়ন, ভারত বাংলাদেশের চ্যাংড়াবান্ধায় ও চিলাহাটির মধ্যে রেল যোগাযোগ স্থাপন ইত্যাদি বিষয়ে এদিন সীমান্তে বৈঠক করেন তিনি । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধার শুল্ক দফতরের কর্মকর্তারা, চ্যাংড়াবান্ধা ও বুড়মারি বাণিজ্য কেন্দ্রের ব্যবসায়ী প্রতিনিধিরা, চ্যাংড়াবান্ধা এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, পুলিশ প্রশাসন ।

জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধা বাণিজ্য কেন্দ্র এলাকায় পরিকাঠামো গত বিষয়ে নিয়ে এদিনে বৈঠকে মুখ্য বিষয় ছিল । শনিবার এই সফরসূচিতে চ্যাংড়াবান্ধা আইসিপিতে বিএসএফ তরফে রাখা হয়েছে জোরদার নিরাপত্তা । চ্যাংড়াবান্ধা সীমান্তে বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মনোজ কুমারকে স্বাগত জানান শুল্ক দফতর, বিএসএফ ও পুলিশ কর্তারা ।

আরও পড়ুন :'বাবা তুমি ফিরে এসো, আর কিছু চাই না', কফিনের সামনে শহিদ কন্যার বুকফাটা কান্না

বাংলাদেশে নিযুক্ত ভারতের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মনোজ কুমার বলেন, "এদিন বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা হয় । মূলত বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের জন্য কী কী পরিকল্পনা শুরু হয়েছে, সেই সমস্ত বিষয়, দুই দেশে ব্যবসায়ীদের পেমেন্ট নিয়ে সমস্যার বিষয় সমাধানে আলোচনা হয় । বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের । সড়ক, রেলপথে যোগাযোগে স্থাপন হচ্ছে দুই দেশের । চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের চিলাহাটির মধ্যে রেলপথে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে ।"

বৈঠকে উপস্থিত চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বিমল কুমার ঘোষ বলেন,"আমাদের যে যে বিষয় নিয়ে সমস্যা হত তা আমরা এই বৈঠকে জানিয়েছি ৷ সুন্দর বৈঠক হয়েছে ৷ হাইকমিশনার আমাদের সমস্ত অভাব-অভিযোগ শুনে আশ্বাস দিয়েছেন শীঘ্রই সমস্যার সমাধান করা হবে ৷ এখন দেখা যাক কবে তা হয় ৷"

আরও পড়ুন : নিশীথ প্রামাণিকের আর্থিক সহায়তায় বিয়ের পিঁড়িতে কন্যে, সম্প্রদানও সারলেন কেন্দ্রীয় মন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details