কোচবিহার, 7 মে: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মনোজ কুমার শনিবার কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে বাণিজ্য কেন্দ্রের এলাকা পরিদর্শনে আসেন । চ্যাংড়াবান্ধা বাণিজ্য কেন্দ্রের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে বাণিজ্য সংক্রান্ত বিষয় এবং ইমিগ্রেশন দফতরে ভিসাধারীদের পরিষেবা উন্নয়ন, ভারত বাংলাদেশের চ্যাংড়াবান্ধায় ও চিলাহাটির মধ্যে রেল যোগাযোগ স্থাপন ইত্যাদি বিষয়ে এদিন সীমান্তে বৈঠক করেন তিনি । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধার শুল্ক দফতরের কর্মকর্তারা, চ্যাংড়াবান্ধা ও বুড়মারি বাণিজ্য কেন্দ্রের ব্যবসায়ী প্রতিনিধিরা, চ্যাংড়াবান্ধা এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, পুলিশ প্রশাসন ।
জানা গিয়েছে, চ্যাংড়াবান্ধা বাণিজ্য কেন্দ্র এলাকায় পরিকাঠামো গত বিষয়ে নিয়ে এদিনে বৈঠকে মুখ্য বিষয় ছিল । শনিবার এই সফরসূচিতে চ্যাংড়াবান্ধা আইসিপিতে বিএসএফ তরফে রাখা হয়েছে জোরদার নিরাপত্তা । চ্যাংড়াবান্ধা সীমান্তে বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার মনোজ কুমারকে স্বাগত জানান শুল্ক দফতর, বিএসএফ ও পুলিশ কর্তারা ।
আরও পড়ুন :'বাবা তুমি ফিরে এসো, আর কিছু চাই না', কফিনের সামনে শহিদ কন্যার বুকফাটা কান্না