কোচবিহার, 2 অগাস্ট : এক পশু ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে এসে বাধার মুখে পড়ল অসম পুলিশ ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে অন্য ব্যবসায়ীদের ৷ কোচবিহারের বক্সিরহাটের ঘটনা ৷
বক্সিরহাটে গোরু ব্যবসায়ীদের হামলায় জখম অসমের 2 পুলিশকর্মী - clash
কোচবিহারের বক্সিরহাটে অসম পুলিশের সঙ্গে পশু ব্যবসায়ীদের সংঘর্ষ ৷ জখম দুই পুলিশ কর্মী ৷
জব্বার আলি ৷ বাড়ি বক্সিরহাট ৷ অসমের বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে ৷ বহুদিন ধরেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল অসম পুলিশ ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ দুপুরে বক্সিরহাট বাজারে অভিযান চালায় অসম পুলিশের একটি দল ৷ বক্সিরহাট থানার পুলিশকেও সঙ্গে নিয়ে যায় অসমের পুলিশকর্মীরা ৷ জব্বারকে গ্রেপ্তারও করা হয় ৷ অভিযোগ, জব্বারকে ধরে নিয়ে আসার সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায় ৷ জব্বারকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ পুলিশকে লক্ষ্য করে ঢিলও ছোড়ে তারা ৷ পুলিশকর্মীরাও শূন্যে সাত রাউন্ড গুলি ছোড়ে ৷ ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ৷ যদিও পরে জব্বারকে গ্রেপ্তার করে অসমে নিয়ে যাওয়া হয় ৷
অসমের ধুবড়ির DSP তরুণ ভুইঞাঁ জানান, "অভিযুক্ত জব্বারকে গ্রেপ্তার করতে গেলে দুষ্কৃতীরা পুলিশের উপর হামলা চালায় । ঘটনায় জখম হন দুই পুলিশকর্মী ৷"