কোচবিহার, 22 এপ্রিল : লকডাউনে বন্ধ রয়েছে আন্তর্জাতিক সীমান্ত পণ্য পরিবহন ব্যবস্থা । ফলে, সমস্যায় রয়েছেন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রায় সাড়ে চার হাজার ট্রাক চালক ও পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকরা । আর এই সাড়ে 4 হাজারের মধ্যে চালক ও শ্রমিক মিলিয়ে 2200 জন চ্যাংরাবান্ধা এলাকার । 1400 জন ডুয়ার্সের । আর ভিনরাজ্য থেকে আসা চালক ও পণ্য পরিবহনে যুক্ত শ্রমিকের সংখ্যা প্রায় 800 জন । এই বাণিজ্য কেন্দ্রের ট্রাক চালক ও শ্রমিকদের মধ্যে অনেকেই স্থায়ী কাজ করেন । অর্থাৎ তাঁরা মাসিক বেতন পান । কেউ অস্থায়ী । দৈনিক মজুরি পান । অনেকে আবার চুক্তিভিত্তিক । লকডাউনে এঁরা প্রত্যেকেই কর্মহীন । বন্ধ হয়ে গেছে রুটি-রোজগার । আর তাতেই অনিশ্চয়তায় ভুগছেন চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের চালক ও শ্রমিকরা ।
চ্যাংরাবান্ধা এলাকার ট্রাক চালকরা বলেন, "ট্রাক চললে আমাদের সংসার চলে । এখন ট্রাক চলাচল বন্ধ । আন্তর্জাতিক ট্রাক পরিবহন ব্যবস্থা কবে খুলবে তা জানা নেই । ফলে দুশ্চিন্তা হচ্ছে ।"