পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে

কোচবিহারে উদ্ধার আগ্নেয়াস্ত্র । গতরাতে ফাঁসিরঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সমেত দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ । এই এলাকা থেকে এই নিয়ে পরপর দুইদিন অস্ত্র উদ্ধার হল ৷

ছবি
ছবি

By

Published : Jun 29, 2020, 3:31 PM IST

কোচবিহার, 29 জুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার জেলায় । গতকাল গভীর রাতে ফাঁসিরঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল রাজীব ঠাকুর এবং গৌতম মিশ্র । দু'জনের বাড়ি কোচবিহার শহরের এক নম্বর ওয়ার্ডে । তারা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই কোচবিহার জেলাতে ব্যাপক আগ্নেয়াস্ত্র ব্যবহার শুরু হয় । মূলত বিহারের মুঙ্গের থেকে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে এসে স্থানীয় দুষ্কৃতীদের কাছে বিক্রি করা হত বলে অভিযোগ । পঞ্চায়েত নির্বাচনের পরও বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় জেলার বিভিন্ন এলাকা থেকে। এরপর লোকসভা নির্বাচনের আগে ও পরে কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । পাশাপাশি ভিনরাজ্যের কয়েকজন আগ্নেয়াস্ত্র সরবরাহকারীও গ্রেপ্তার হয় ।

পরে কোরোনা আতঙ্কের জেরে কিছুদিন এসবের খবর না মিললেও গত দু'সপ্তাহ ধরে নতুন করে আগ্নেয়াস্ত্র উদ্ধার শুরু হয়েছে । সপ্তাহ দু'য়েক আগে কোচবিহার শহরের এই ফাঁসিরঘাট এলাকা থেকে পরপর দু'দিন ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় । এই বিষয়ে কোচবিহার IC সৌম্যজিৎ রায় জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details