কোচবিহার, ১০ মার্চ : ভোটের মুখে মাথাভাঙা থেকে উদ্ধার একটি পিস্তল ও এক রাউন্ড গুলি৷ ঘটনায় এখনও পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের নাম আনোয়ার হোসেন এবং মহম্মদ আব্দুল আমিন৷ তাদের বাড়ি মাথাভাঙা থানা এলাকায়৷
আরও পড়ুন- নিউ আলিপুর মাদককাণ্ডে গ্রেফতার আরও 2
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙা কুর্শামারি এলাকায় তল্লাশি চালানো হয়৷ সেসময় সেখানে আসা একটি টাটা সুমোতে তল্লাশি চালানো হয়৷ উদ্ধার করা হয় একটি পিস্তল এবং এক রাউন্ড গুলি৷ এবিষয়ে অ্য়াডিশনাল এসপি সিদ্ধার্থ দর্জি জানান, কোথা থেকে পিস্তল এল তা খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনার তদন্ত চলছে৷
নির্বাচনের আগে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়৷ কেন এবং কোথা থেকে ওই অস্ত্র আনা হচ্ছিল তা এখনও জানতে পারেনি পুলিশ৷ ধৃত 2 জনকে জেরা করে পুরো ঘটনা জানার চেষ্টা করছে৷ এদিকে অস্ত্র উদ্ধারের ঘটনায় চাপানতোর রাজনৈতিক দলগুলির মধ্য়ে৷