পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে মাটি খুঁড়তেই বের হল রাজ আমলের নিদর্শন

মন্দির তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল রাজ আমলের বেশ কিছু নিদর্শন

উদ্ধার হওয়া নির্দশন

By

Published : Feb 24, 2019, 2:48 PM IST

কোচবিহার, ২৪ ফেব্রুয়ারি : মন্দির তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল রাজ আমলের বেশ কিছু নিদর্শন। ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জ ব্লকের অন্দরন ফুলবাড়ি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহাপাড়া এলাকার। গতকাল ওই গ্রামের বাসিন্দা পরিমল সাহা শিব মন্দির তৈরি করার জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন। কিছুক্ষণ মাটি খোঁড়ার পর মাটির নিচ থেকে ঘোড়ার ক্ষুর, চিনেমাটির পদ্মফুল সহ বেশ কিছু নির্দশন উদ্ধার হয়।

এবিষয়ে এলাকার প্রবীণ নাগরিকরা বলেন, "ওই গ্রামের দুই কিলোমিটার দূরে বীর যোদ্ধা চিলা রায়ের গড় এবং দুর্গ ছিল। রাজা নরনারায়ণের ভাই এবং সেনাপতি ছিলেন চিলা রায়। তিনি এখানে বিশাল আকারের দুর্গ নির্মাণ করেছিলেন। এটি চিলা রায়ের গড় নামে পরিচিত ছিল। চিলা রায় ধর্মগুরু শংকরাদেব ও রাজা নরনারায়ণকে রক্ষা করার জন্য দুর্গটি নির্মাণ করেছিলেন। পরে তিনি দুর্গটি সেনাবাহিনীদের রাখার জন্য ব্যবহার করেন। সে সব ইতিহাস।"

ভিডিয়োয় শুনুন সুশেন সাহার বক্তব্য

এবিষয়ে পরিমল সাহার বাড়ির সদস্য সুশেন সাহা বলেন, "তিনদিন আগে একটি শিবমন্দির নির্মাণ করার জন্য আমরা মাটি খোঁড়ার কাজ শুরু করি। এরপর মাটির নিচে থেকে পুরোনো দিনে অনেক নিদর্শন উদ্ধার হয়। গতকাল আবার মাটি খোঁড়ার কাজ শুরু করলে রাজ আমলের নানা নিদর্শন বেরিয়ে আসে।"

ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এবিষয়ে বলেন, "সম্ভবত, ভূমিকম্পের ফলে ওই গড় ও দুর্গ মাটির নিচে চাপা পড়ে যায়। পুরাতত্ত্ববিদরা খনন কার্য চালিয়ে পুরোনো নির্দশনগুলি উদ্ধার করুক।" খবর পেয়ে ঘটনাস্থানে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। তারা নিদর্শনগুলি উদ্ধার করে।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details